তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতার পদবি হল ‘দালাই লামা’। তিব্বতি বিশ্বাস অনুসারে দালাই লামা হলেন স্বয়ং বুদ্ধের অবতার। দালাই লামা শুধু তিব্বতের ধর্মীয় ও আধ্যাত্মিক প্রধানই নন, তিনি তিব্বতের শাসনতন্ত্রের প্রধান এবং রাজকীয় মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি।
কিকেনকিভাবে র এই পর্বে জানব তিব্বতের সর্বোচ্চ আধ্যাতিক, ধর্মীয় ও রাজনৈতিক গুরু দালাই লামা সম্পর্কে।
"